শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। ধমীয় মূল্যবোধ, নৈতিকমান, শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলাসহ সকল বিষয়ে স্কুলের শিক্ষাথীদেরকে এগিয়ে নিয়ে জাতীয়ভাবে বিদ্যালয়ের সুনামকে ছড়িয়ে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। শিক্ষার প্রতিটি স্তরে উন্নতির শিখরে আরোহন করতে আমরা সংকল্পবদ্ধ। যুগের সাথে সংগতিপূন বিকাশের জন্য আমরা প্রত্যেকেই ভাবি নিজ নিজ সন্তানদের নিয়ে। প্রকৃতির সন্তান মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয়,পরিপূণ হতে হয় স্বীয় সাধনায়। এ ক্ষেত্রে শিক্ষা হলো আমাদের মূলমন্ত্র। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরণের কাঙ্খিত পরিবতন । আর এ লক্ষ্যে তাদেরকে সৃজনশীল, স্বাধীন, সক্রিয় এবং দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এ জন্য প্রয়োজন যোগ্য শিক্ষকমন্ডলী এবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্বয়ে একটি শিক্ষা বান্ধব পরিবেশ। আমি বিনয়ের সাথে দাবী করি “পূর্বচর গড়কুল উচ্চ বিদ্যালয়” এ সব কিছুর সমন্বয় ঘটানো সম্ভব হয়েছে। শিক্ষাথীদের সজ্জাগত প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাধারন শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, সাংস্কৃতিক, আনুষ্ঠানিক খেলাধুলাসহ নানাবিধ শিক্ষা।
আমাদের স্বপ্ন বাস্তবায়নে মহান আল্লাহ তা-আলা রাব্বুল আলামীনের তওফিক কামনা করছি এবং সম্মানিত অভিভাবক গনের আন্তরিক সহযোগিতা কামনা করছি।